Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

লক্ষ্যঃ ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ২০১৫ সালের মধ্যে জাতীয় দারিদ্র  ২০% এ নামিয়ে আনা।

সুনির্দিষ্ট উদ্দেশ্যঃ কৃষিজাত পণ্যের সমবায় ভিত্তিতে মার্কেটিং ও প্রক্রিয়াজাত করার বিষয়ে লাগসই প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম গ্রহন করা।

গ্রাম নির্বাচনঃনীতিমালা মোতাবেক ইউনিয়ন থেকে গ্রাম নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে নিম্নরূপ একটি গ্রাম নির্বাচন কমিটি গঠন করা হয়েছে:

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা                                     সভাপতি
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার                                  সদস্য
উপজেলা কৃষি কর্মকর্তা                                        সদস্য
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা                                  সদস্য
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স                               সদস্য
উপজেলা সমবায় কর্মকর্তা                                     সদস্য
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা                                  সদস্য
চেয়ারম্যান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি                     সদস্য
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান                                      সদস্য
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা                                 সদস্য সচিব।

প্রকল্পের উপকারভোগী নির্বাচন ও গ্রাম সংগঠন সৃষ্টিঃ
উপজেলা নির্বাহী অফিসার প্রতি ইউনিয়নের জন্য উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তাকে সংযুক্ত ( ট্যাগ) অফিসার নিয়োগ করবেন। উক্ত কর্মকর্তাকে আহবায়ক করে তিনি নিম্নবর্ণিত রূপে একটি কমিটি গঠন করবেন:

১ । উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা ( ট্যাগ অফিসার)         আহবায়ক
২। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা                               সদস্য
৩। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ                            সদস্য
৪। সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী                     সদস্য
৫। আনসার ভিডিপি দলনেতা                                   সদস্য
৬। সংশ্লিষ্ট গ্রাম পুলিশ।                                        সদস্য
৭। সংশ্লিষ্ট মাঠসংগঠক/বিআরডিবির মাঠকর্মী                    সদস্য
৮। সংশ্লিষ্ট  ইউসিসিএ মাঠকর্মী                                  সদস্য